সিলেটপোস্ট ডেস্ক::নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাবলিগ জামাতের যাবতীয় কার্যক্রম দেশের সর্বস্তরে বন্ধ রাখার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব এই দাবি জানান।
মাওলানা আব্দুর রকিব বলেন, তাবলিগ জামাতের উভয় গ্রুপের কার্যক্রমের সঙ্গে প্রতিবেশী কিছু বিদেশি রাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে। এ কার্যক্রম ব্যবহার করে কিছু রাজনৈতিক শক্তি দেশের অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সহজ-সরল তাবলিগ জমাতের উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দকে বিভ্রান্ত করে দেশে অশান্তি সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। এ পরিস্থিতিতে তাবলিগ জামাতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে। তিনি আরও বলেন, তাবলিগ জামাতের মধ্যে বিদ্যমান বিভক্তি, ঝগড়া-ফসাদ এবং সংঘাতের ফলে ইসলামের শান্তিপূর্ণ ও মহান ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনকি এসব ঘটনায় খুন-খারাবির মতো গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে, যা ইসলাম ধর্মের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পবিত্র ইসলামকে কলুষিত করা থেকে বিরত থাকতে সকল উলামায়ে কেরাম ও মুসলমানদের সচেতন হওয়া জরুরি। পরবর্তী নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাবলিগ জামাতের উভয় গ্রুপের কার্যক্রম বন্ধ রাখা উচিত। এতে দেশের শান্তি বজায় থাকবে এবং ধর্মীয় সহনশীলতা রক্ষিত হবে। তিনি সকল মুসলমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমাদের উচিত বিভক্তি ও অশান্তি এড়িয়ে দেশের কল্যাণে কাজ করা। রাজনৈতিক চক্রান্তের শিকার না হয়ে ইসলামের প্রকৃত শিক্ষা ও শান্তির বার্তা ছড়াতে হবে। বিবৃতিতে তিনি আরও বলেন, তাবলিগ জামাতের কার্যক্রমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। একতা ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন এবং ইসলামের মর্যাদা রক্ষা করা আমাদের ইমানী দায়িত্ব।