সংবাদ শিরোনাম
নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «   সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী  » «   মিথ্যা অভিযোগে মামলা ও মানহানী করছেন মানব পাচারকারী আবুল হক-সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন  » «   ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট মহানগর কৃষক দল  » «   গোয়াইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: আপত্তি দিতে গেলে প্রাণে মারার হুুমকি  » «  

তথ্য অফিসের জেলা পর্যায়ের কমিমিউনিটি সম্পৃক্ততা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

সিলেটপোস্ট ডেস্ক::তথ্য অফিসের আয়োজনে সিলেটে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতা Community Engagement Activities on VAC & ECM বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় বক্তাগণ বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতনের কারণ, প্রতিরোধ ও নির্মূলের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরামর্শ সভায় সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। তিনি তাঁর মূলপ্রবন্ধে নারী ও শিশুর ভবিষ্যতের সুযোগ ও সম্ভাবনা নষ্ট করার ক্ষেত্রে বাল্য বিবাহ, শিশুশ্রম এবং নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার সারা দেশে কমিটি গঠন করে দিয়েছে। এখন বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন রোধে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সার্বিক সমন্বয় জরুরি। তিনি আরো বলেন, এ বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র ও জাতীয় কর্মপরিকল্পনায় প্রত্যেকের কাজ নিয়ে বিশদ ধারণা রাখতে হবে। তাই এমন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে কোনভাবেই এ ধরনের ঘটনা ঘটতে না পারে।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, অধিকাংশ ক্ষেত্রে শিশুশ্রম ও বাল্যবিবাহ অভিভাবকের সম্মতিতে হয়ে থাকে, এতে অনেক শিশু স্কুল থেকে ঝরে যায়, শিক্ষাসহ অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। আর্থিক স্বচ্ছলতা ছাড়া বিষয়টি সমাধানের প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়ে। এজন্য সবাইকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

পরামর্শ সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে সুপারিশ করা হয়, বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। শিক্ষার সাথে এ বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত হওয়ায় সভায় শিক্ষার হার বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনে বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২৪ ঘন্টা সেবাপ্রদানকারী টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.