স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া: ইমদাদ চৌধুরী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১৩ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিউয়ার রহমান। তিনি ছিলেন রণাঙ্গনের বীর যোদ্ধা, সম্মুখযুদ্ধে এগিয়ে যাওয়া সাহসী নেতা। জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মেজর জিয়া একাধিক কৌশলগত যুদ্ধ পরিচালনা করেন। যুদ্ধে তাঁর সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্ব শত্রুর মনোবলে আঘাত হানে এবং মুক্তিযোদ্ধাদের মনোবলকে চাঙ্গা করে। এসব যুদ্ধ কেবল মুক্তিযোদ্ধাদের বিজয় নিশ্চিত করেনি বরং আত্মত্যাগ এবং দেশপ্রেমের অনন্য উদাহরণ তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া।
তিনি আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তাঁর ঘোষণার মাধ্যমেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মহানায়ক।