সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অলিউজ্জামান সোহেল বলেছেন, গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে হবে। ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কলুষিত করেছে, যা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করেছে।
এতগুলো মানুষকে গণহত্যার পর ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। তাদের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। বিএনপি ক্ষমতায় এলে একটি কল্যাণমুখী রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করবো। ছাত্রদল অতীতের মতো সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আস্থার সঙ্গে কাজ করবে।
তিনি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলা এবং কমিটি গঠনের লক্ষ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি এবং কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. আসলামুল ইসলাম রুদ্র’র সভাপতিত্বে ও কলেজের সাধারণ সম্পাদক ডা. সানজিদ মেহেদাত সজিবের পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবু হান্নান তালুকদার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ডা. জামিল আহমদ।