সিলেটপোস্ট ডেস্ক::মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেছেন নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সদস্য অভিজিত দাস জয়, জেলা শাখার সভাপতি প্রদীপ দেব রায়, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, ধ্রুত গৌতম, কোষাধ্যক্ষ মো. আলকাছ, রজত চৌধুরী, দীপিকা চক্রবর্তী, মনীষা ওয়াহিদ প্রমুখ।