সিলেটপোস্ট ডেস্ক::নবীগঞ্জে দেওতৈলে হাফেজ মাওলানা আব্দুল কাদের সিংকাপনী (র.) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল প্রাইমারি স্কুল মাঠে গত মঙ্গলবার রাতে ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে ৫৮তম ইসলামী মহ-সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজার হাজার লোকের উপস্থিতিতে মাহফিলে দেশ বিদেশের ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।এছাড়া সিলেট থেকে অতিথি বক্তা হিসাবে যোগ দেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান ও মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক আলহাজ্ব রুহুল ফারুক। সম্মেলনে সিংকাপনী পীর সাহেবের ভাতিজা মাওলানা সালেহ আহমদ চৌধুরী ও নাতি সৈয়দ মুফলেহ সালেহীন যোগ দেন।
মাহফিলকে সফলে সহযোগিতা করেন দেওতৈল সূর্য তরুণ যুব সমবায় সমিতি, দেওতৈল গ্রামবাসী ও বিশিষ্ট সমাজসেবী মো. কনর মিয়া। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।