সংবাদ শিরোনাম
ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «   সিলেট মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  » «   ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে-কয়েস লোদী  » «   ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী  » «   ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন  » «   শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর-জেলা প্রশাসক  » «   পদত্যাগ করার পর যে সব কথা বললেন নাহিদ  » «   জগন্নাথপুরে ভূমিখেকো আ. লীগের সাথে ছাত্রদল নেতা মিলিত হয়ে কৃষক পরিবারকে মারধর ও হয়রানি  » «   ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি  » «   বড়লেখায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মোবাইল ফোন ও টাকা ছিনতাই  » «   প্রত্যাশাকে হতাশায় পরিণত করা যাবে না-মোয়াজ্জেম হোসেন আলাল  » «   গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে হবে-অলিউজ্জামান সোহেল  » «   বালুচরে প্রবাসীর মার্কেট দখল করে নেওয়ার হুমকি, থানায় জিডি  » «   প্রকাশ্য ঘুরাফেরা করছেন একাধিক মামলার আসামী যুবলীগ নেতা হীরা  » «   সিলেটে ইসলামী যিন্দেগী সংগঠনের ২য় বার্ষিক জলসা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন  » «  

শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর-জেলা প্রশাসক

সিলেটপোস্ট ডেস্ক::সরকারি কিন্ডার গার্টেনে বিদায় সংবর্ধনায় জেলা প্রশাসক একজন শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ বলেছেন, একজন শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর। নাসিমা আক্তার চৌধুরী দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার শিক্ষা ও নৈতিকতা চর্চার আদর্শ শিক্ষার্থীদের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের অবদান কোনো কিছু দিয়েই পরিমাপ করা সম্ভব নয়। তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করেন। আজকের এই সংবর্ধনা শুধু একজন ব্যক্তির জন্য নয়, বরং শিক্ষক সমাজের প্রতি আমাদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আমি আশা করি, নাসিমা আক্তার চৌধুরী তার অভিজ্ঞতা ও জ্ঞান আগামী দিনগুলোতেও সমাজের উন্নয়নে কাজে লাগাবেন।

শিক্ষক ও অভিভাবকদের যৌথ উদ্যোগে সিলেট সদর উপজেলার সরকারি কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয় কল্যাণ সমিতির সভাপতি আখতার বাবুল লিটন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, বিদায়ী প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরী তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই ছিল আমার প্রধান লক্ষ্য। এই বিদায় আমার জন্য আবেগের, তবে এই প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া

। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। অভিভাবদের মধ্যে বক্তব্য রাখেন পিটিএ সভাপতি মুনশী ইকবাল, আব্দুর রাজ্জাক শামীম, আবু নওশাদ ও সাইফুর তালুকদার।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজিফা রহমান ঊষা। সহকারী শিক্ষক ফাহমিদা পারভীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিন, রোমানা বেগম, সুলতান আহমদ, শর্মিলা রায় পপি, উম্মে সালমা বেগম, সঞ্চিতা দত্ত চৌধুরী, এলিন বেগম প্রমুখ।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রার্থনা শর্মা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরাফাত রহমান ও গীতা পাঠ করেন পুনম শর্মা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরীকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে তার অবদান স্মরণ করে বক্তারা তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ বিদায়ী প্রধান শিক্ষককে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.