সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব গঠিত কমিটি নিয়ে সৃষ্ট ভুলবুঝাবুঝির অবসান ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে নবগঠিত কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে তারা একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা জানান, গত ১ মার্চ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে কমিটি গঠনের পর অভ্যন্তরীণ কিছু মতবিরোধ দেখা দেয়, যা ভুলবুঝাবুঝির সৃষ্টি করে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা ও দিকনির্দেশনার আলোকে বিভ্রান্তির অবসান ঘটেছে। এখন সবাই একই লক্ষ্যে কাজ করতে প্রস্তুত। নেতৃবৃন্দরা বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত সব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেন। নেতৃবৃন্দ আরও বলেন, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে ও সংগঠনের সুনাম বৃদ্ধি করতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন। সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে চান তারা।
এসময় উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি মো. রাহাত আহমেদ, সিনিয়র সহ সভাপতি সৈয়দ জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ ইসতেফার আহমদ রাহাদ, সহ সভাপতি সায়েম আহমদ, প্রচার সম্পাদক মাহবুর রহমান।