
বুধবার (৫মার্চ) সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত এ মাহফিল পূর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি এ বি এম এনায়েত হোসেনের সভাপতিত্বে, যুগ্ম
সাধারণ সম্পাদক সুলতাম মোহাম্মদ রাজু ও সহ অর্থ সম্পাদক আব্দুর রহমানের যৌথ সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য দেন ৭ ময়নামতি রেজিমেন্টের ব্যাটালিয়ান কমান্ডার মেজর অধ্যাপক ড. তোফায়েল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: সারওয়ার আলম মিতুন, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্যাডেট এডজুটেন্ট রোটারিয়ান রাসেল মাহবুব , সহ সভাপতি ফারুক হাসান সুজন, মইনুল হক, মো: আনিসুর রহমান সরকার এহিয়া, মো: এহিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাবির আহমদ নোমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুহিত খান, অর্থ সম্পাদক রুপিয়া বেগম, সাংস্কৃতিক সম্পাদক ইমন কান্তি দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক জুই তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক জয়া বেগম, সদস্য জুবেল আহমদ প্রমুখ। পরে মাদ্রাসা ছাত্রদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।