৩১ দফার ভিত্তিতে নির্মিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ-কয়েস লোদী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, তারেক রহমান ৩১ দফায় এক সূতোয় বেঁধে দিয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী দল সমূহকে। শেখ হাসিনার ঘুণে ধরা, পঙ্কিল ও ভঙ্গুর রাষ্ট্রকাঠামো থেকে বের হতে ৩১ দফা শুধু মহৌষধই নয় বরং বাস্তবতার নিরিখে এ এক অনিবার্যতা। তারেক রহমানের উদ্যোগে ৩১ দফা সঞ্চালিত হচ্ছে বিভাগ থেকে জেলায়, জেলা থেকে উপজেলায়, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, এবং ওয়ার্ড থেকে প্রতিটি ঘরে ঘরে মানুষের হৃদয়, মনন ও চেতনায়। ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশী নাগরিকের রাজনৈতিক দর্শনকে সমৃদ্ধ করবার ভেতর দিয়ে নির্মিত হবে আগামীর সমৃদ্ধ এক বাংলাদেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানার আহবায়ক অলিউর রহমান সোহেল।
১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ। ওয়ার্ড সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন , জাকির হোসেন মজুমদার, তারেক আহমদ খান, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শাহীন আহমদ, মির্জা লিটন আহমদ, নাদির খান, শেখ কবির আহমদ ও আব্দুল হাকিম। ওয়ার্ডের সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফয়েজ উদ্দিন মুরাদ, নাজির হোসেন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মোঃ ছাব্বির আহমদ, মোঃ বেলাল উদ্দিন, রুবেল বখস, আব্দুল আজীজ লাকী, কামাল আহমদ, আবু সাঈদ তায়েফ। সাংগঠনিক সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, নুরুল ইসলাম লিমন, আব্দুর রহিম, আব্দুল মুমিন, মিনহাজুর রহমান রাসেল, আব্দুল মুনতাসের চৌঃ সাব্বির,মোঃ গিয়াস মিয়া, সেখ সাইফুল আলম, ইফতেখার আহমদ পাভেল, সাহিদুর রহমান সানি, নাছির উদ্দিন রব , মতিউর রহমান শিমুল প্রমুখ।