সিলেটপোস্ট ডেস্ক::যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে আর জসিম বলেছেন, বিএনপি কখনোই ক্ষমতার লালসায় রাজনীতি করে না। আমাদের মূল লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, এবং জনগণের অধিকার রক্ষা করা।
বাংলাদেশ যেন একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করে, সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপির প্রতিটি নেতা-কর্মী জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
দেশপ্রেম, ত্যাগ ও আদর্শের ভিত্তিতে গঠিত আমাদের সংগঠন কখনোই অন্যায়ের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা শুধু দেশের মাটিতে নয়, প্রবাস থেকেও অবিচলভাবে এই আন্দোলনে সহযোগিতা করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হলেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক, যিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো নেতা ও প্রবাসী কর্মীদের আন্তরিক প্রচেষ্টাই প্রমাণ করে দেয়, বিএনপি একটি আদর্শিক শক্তি, যেটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
তিনি রোববার (৬ এপ্রিল) বিকেলে বালাগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারের হলরুমে বালাগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম. এ মালিক এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় ভার্চুয়ালের মাধ্যমে উপদেশমূলক বক্তব্য রাখেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম. এ মালিক। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু (মেম্বার) বলেন, যেকোন মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। বিএনপি তাদের সব অপতৎপরতা দেশের মানুষকে সাথে নিয়ে প্রতিহত করবে যেন স্বৈরাচার মাথা উঁচু করে না উঠতে পারে ।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মো: মকবুল মিয়া (মেম্বার) এর সভাপতিত্বে ও উপজেলা যুুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ এবং সোহেল তালুকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ ক্ষুদ ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, জেলা বিএনপি নেতা শাহীন আহমদ, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আজমান আলী জুয়েল, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাওসার আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো. মাসুক মিয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাফরান আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শওকত আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নেছার আহমদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজমুল হোসেন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এমদাদুর রহমান জাকির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, বালাগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, উপজেলা জিয়া সংসদের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাকারিয়া, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ, সদস্য মোস্তাক আহমদ, উপজেলা জিয়া সংসদের সহ সভাপতি সুমন মিয়া, বালাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ আহমদ ময়না, ইউনিয়ন জিয়া সংসদের সাধারণ সম্পাদক ছাইফুর রহমান, পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শেরুল, জেলা ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক মো. শাহজাহান, উপজেলা বিএনপি নেতা হাজী আছলম মিয়া, লায়েক মিয়া, লাল মিয়া, সাত্তার মিয়া, যুবদল নেতা বাদশা, খোকন মিয়া, আফতার আলী, জুনুর, শাজাহান মিয়া, মুন্না, বদরুল ইসলাম, আব্দুশ শহীদ, বালাগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু মিয়া, জেলা ছাত্রদল নেতা রেজওয়ান আহমদ রপি, উপজেলা ছাত্রদল নেতা শাফি, শাহরিয়ার, সাকিব, রিফাত, ইস্তিয়াক, আশরাফুল, ফায়েজ, ইমাদ, সালমান, রেজাউল প্রমুখ।