সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «   মাদ্রাসার শিশুদের শহীদ জিয়া ও খালেদাজিয়ার জীবনের গল্প শুনালেন খন্দকার মুক্তাদির  » «   ২৬শে মার্চ উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত  » «   ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী  » «   ওসমানীনগরে ছাত্র দল নেতা নুনু স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «  

ওসমানীনগরের আলমপুর এলাকায় উল্লাস করে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা

ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানী উপজেলার আলমপুর এলাকায় উল্লাস করে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার আলমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এই মেছোবাঘটিকে পিটিয়ে হত্যার একটি ভিডিও স্থানীয় একজন সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশ করে। এর কিচ্ছুক্ষণ পর পরিবেশ কর্মী আব্দুল করিম কিম ভিডিওটি শেয়ার দিয়ে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, আলমপুর এলাকায় একটি ড্রেনের মধ্যে পরে যায় একটি মেছোবাঘকে। তখন ওই বাঘটিকে ঘিরে ধরে স্থানীয় মানুষজন। সবাই হাতে লোহার রড, লাঠি নিয়ে ড্রেনের ভিতরই বাঘটিকে মারতে শুরু করেন। একপর্যায়ে বাঘটিকে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তুলে মানুষজন। তখনও মেচোবাঘটির দেহে প্রাণ ছিল। এরপর বাঘটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে পাশের একটি খালি জায়গায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের মানুষ মিলে এই মেছোবাঘটিকে মেরে ফেলে।

এই মেছোবাঘটিকে হত্যার দৃশ্য স্থানীয় অনেকেই ফেসবুকে লাইভ করেন। অনেকে আবার ভিডিও করে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু পুলিশি ঝামেলা হতে পেরে জেনে প্রায় সবাই এই ভিডিওগুলো ফেসবুক থেকে ডিলিট। তবে এই মেছোবাঘটিকে হত্যার একটি ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া খবরের কাগজকে বলেন, খবর পেয়ে আমি ওই এলাকায় পুলিশ সদস্যদের পাঠাই। কিন্তু পুলিশ যাবার আগেই মেছোবাঘটিকে মেরে ফেলে মানুষজন।

এ ব্যাপারে সিলেট বন বিভাগের দায়িত্বরত কারো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.