সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারী পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ বরণ ১৪৩২ এবং ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে সিলেটের আখালীয়স্থ বর্ডার গার্ড বাংলাদেশ ক্যান্টিনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাসনুন হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মো. আবুল হোসেন, সঞ্জিত কুমার সিংহ, মো. মনিরুজ্জামান, মো. আলাউদ্দীন, মো. কুতুব উদ্দিন, এ কে এম আনোয়ার হোসেন, মো. রহমত উল্লাহ, আব্দুল মালেক (বীর প্রতিক), মো. নাজির মিয়া, আলাউদ্দিন আল আহমদ চৌধুরী, মো. আব্দুল গফুর, আবুল মিয়া, মো. নাজিম উদ্দিন প্রমুখ।
সভায় একে অপরের প্রতি কুশল বিনিময় করেন এবং একে অপরের সুস্থতা কামনা করেন।