বর্ণবৈষম্যের অবসান ঘটিয়ে সকলের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী সুদীপ রঞ্জন সেন বলেছেন, হিন্দু সমাজের জাত-বর্ণ, বৈষম্যসহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। সংখ্যালঘু সহ নিপীড়িত নির্যাতিত মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য।
বক্তব্যের শুরুতে তিনি ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কাশ্যপ কল্যাণ পরিষদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি বৃহস্পতিবার (১লা মে) নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দগিরি আশ্রম মণ্ডপে বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন।
সিলেট কাশ্যপ কল্যাণ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাশ্যপ কল্যাণ পরিষদের জেলার প্রধান উপদেষ্টা সুসেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন জৈনপুর মহালক্ষী গ্রীবাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিশিষ্ট কবি পুলিন রায়, রঙ্গলাল বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সিতাংশু বিশ্বাস, অধ্যাপক অনিরুদ্ধ বিশ্বাস এবং রাজেন্দ্র বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন কাশ্যপ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক অরুণ বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্ষিতিশ সরকার, পাঁচু মোহন বিশ্বাস, সুবিনয় মল্লিক, প্রাণেশ লাল বিশ্বাস, ডা. বিমল সরকার, ললিত মোহন বিশ্বাস, শ্যামল রায়, পুলিন সরকার, নির্মল রায়, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, তপন কুমার দাস, কাজল সরকার, এডভোকেট রঞ্জিত বিশ্বাস, সত্য কুমার বিশ্বাস, অনিল বিশ্বাস, নারদ বিশ্বাস, রানু বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, চানমনি বিশ্বাস, অখিল সরকার, বাসন্তী নন্দী, রাখাল সরকার, অজয় বিশ্বাস, প্রীতি রানী সরকার, গুণমনি বিশ্বাস, সত্যেন্দ্র নন্দী, সজল সরকার, সুজন সরকার, সুদর্শন বিশ্বাস, পলাশ বিশ্বাস, দুর্জয় বিশ্বাস, ডা: রমাকান্ত বিশ্বাস, স্বর্ণকুমার বিশ্বাস, লাভলী সরকার, তুষার বিশ্বাস, সত্যজিৎ বিশ্বাস, অতুল বিশ্বাস, সুপ্রজিত বিশ্বাস, বিকাশ বিশ্বাস, প্রিয়া বিশ্বাস প্রমুখ।