সিলেটসহ দেশবাসীকে মহানগর বিএনপির ঈদুল আজহার শুভেচ্ছা

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণসিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এই সময় সিলেট মহানগর বিএনপির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও সিলেটবাসীকে বিশেষভাবে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। আসুন পবিত্র ঈদুল আজহার এই দিনে হিংসা বিভেদ ভুলে আমাদের আশেপাশে থাকা দরিদ্র অসহায় মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করি। মানবতার শিক্ষায় বলীয়ান হয়ে ভ্রাতৃত্ব বোধের বন্ধনকে সুসংহত করি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক।