বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭ তম জেলা সম্মেলন ২৩ আগস্ট

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫, ৩:০২ অপরাহ্ণবাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭ তম জেলা সম্মেলন আগামী ২৩শে আগস্ট অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সভায় সম্মেলনের চূড়ান্ত তারিখ ঘোষনা করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাশরুখ জলিল। ৩৭ তম জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে ৫১ সদস্যের প্রস্তুতি পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মাশরুখ জলিল এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহীন ফকির। আগামী ১২ই জুলাই কর্মীসভার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি পরিষদ ঘোষণা করা হবে।