অ্যাডলফ খান প্রসঙ্গে এবার পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানকে তুলোধুনো করলেন ওমর সানী

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৮:১২ অপরাহ্ণসম্প্রতি বিভিন্ন স্যোশাল প্লাটফর্মে আলোচনার তুঙ্গে রয়েছে ‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’ কথাটি। ঘটনার সূত্রপাত হয় একটি অ্যাওয়ার্ড প্রদানকে কেন্দ্র করে। সম্প্রতি ‘৭১ মিডিয়া ভিশন’ নামক একটি ভূঁইফোর মিডিয়া হাউস তাদের প্রতিষ্ঠানের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজন করে ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড–২০২৫’। যেখানে ‘মোস্ট স্টাইলিস্ট ফ্যাশন ডিজাইনার’ অ্যাওয়ার্ড প্রদান করা হয় বহুল বিতর্কিত কোরিওগ্রাফার এবং ডিজাইনার অ্যাডলফ খানকে।
এদিকে এই ভূঁইফোর সংগঠনের এমন কার্যক্রমে রীতিমতো ফুঁসে উঠেছে নেট-নাগরিক থেকে শুরু করে শোবিজ তারকারা। রূপালি পর্দায় এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী নিজের স্যোশাল হ্যান্ডেলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এই সংগঠনের প্রতি।
শোবিজ অঙ্গনে ইদানীং নানা রকম অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এসব আয়োজনে দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ের তারকাদের। তবে কে কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে তা স্পষ্ট বোঝার নেই কোন উপায়, কেন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে—সেসব নিয়েও রয়েছে বহু বিতর্ক। ব্যাঙের ছাতার মতো এসব আয়োজনকে রীতিমতো তুলোধুনো করেছেন সানী।
নিজের ভ্যারিফায়েড ফেসবুকে এই অভিনেতা লিখেছেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন—নিজেকে প্রশ্ন করেছেন?’
তীব্র ক্ষুব্ধ ওমর সানী লেখেন, ‘একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।’ ওমর সানীর এই পোস্টে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি বর্তমান সময়ের পুরস্কার প্রদানের স্বচ্ছতা ও গুরুত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।
শুধু বিনোদনমূলক প্রদর্শনী নয়, কিছু কিছু আয়োজন পুরস্কারকে হাস্যকর একটি খেলায় পরিণত করেছে—এমনই ইঙ্গিত এই অভিনেতার।
কেবল শিল্পীর উপস্থিতি,লাল গালিচা আর ক্যামেরার ঝলক নয়—পুরস্কারকে মূল্যবান একটি স্বীকৃতি হিসেবে দেখা দরকার বলে মনে করেন তিনি। ওমর সানী এর আগেও সমসাময়িক বেশ কিছু বিষয় ও শিল্পীসত্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন।