বিএনপি শাসনামলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক মর্যাদা দেওয়া হয়েছে: তাহসিনা রুশদির লুনা

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণবিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদির লুনা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ধর্মীয় অনুশাসন ও নৈতিকতার পক্ষে এবং ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতে সচেষ্ট।
তিনি বলেন, আমাদের সমাজের শ্রদ্ধেয় ও দায়িত্বশীল অংশ হলেন ইমাম ও মুয়াজ্জিনগণ। তারা শুধু মসজিদে দায়িত্ব পালন করেন না, বরং সমাজের নৈতিক পথপ্রদর্শক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জুমার খুৎবায় তারা যে বক্তব্য প্রদান করেন, তা সমাজের মানুষকে সঠিক পথে পরিচালনার মাধ্যম হিসেবে কাজ করে। মানুষের আত্মিক উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা এবং ঈমানের দৃঢ়তায় ইমাম-মুয়াজ্জিনদের অবদান অতুলনীয়।
তিনি আরো বলেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা ইমাম-মুয়াজ্জিনদের সম্মান ও মর্যাদাকে গুরুত্ব দিয়েছে। তাদের জন্য সম্মানজনক সম্মানী, প্রশিক্ষণ ও ধর্মীয় শিক্ষা বিস্তারে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তাদের সমাজে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা হয়। আমরা বিশ্বাস করি, ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ ছাড়া একটি আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। ইনশাআল্লাহ, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পেলে আমরা আপনাদের আরও মর্যাদার আসনে বসাবো।
তিনি রোববার (১৭ আগস্ট) দুপুরে বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি কমিউনিটি সেন্টার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ও উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন মেম্বার এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সদস্য এম ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। সভায় আরো বক্তব্য রাখেন, ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুন নুর, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, নিজাম উদ্দিন, মুফতি আবু বক্কর, সাইফুর রহমান, আব্দুল্লা আল জামিল, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা খালেদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ছাইদ আহমদ। উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর বিশ্বনাথ আজমদ উল্লাহ ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সভাপতি ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন আহমদ পাবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সিলেট জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান। এ সময়, জাতীয় ইমাম-মোয়াজ্জিন বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।