দক্ষিণ সুরমা থেকে স্কুলছাত্রী নিখোঁজ

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণসিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিক্ষার্থী লাভনী আক্তার (১৪) নিখোঁজ হয়েছে। ১৭ আগষ্ট রবিবার প্রতিদিনের ন্যায় সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে গোপশহরস্থ বাড়ি থেকে বের হয়।
যথারীতি বিদ্যালয় শেষে বাড়ীতে না ফেরায় তাঁর অভিভাবক বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন, সে বিদ্যালয়ে যায়নি। অনেক খুজাখুজি করে লাভনী আক্তারকে না পেয়ে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। জিডি নং-৮৬৩, তাং-১৭/০৮/২০২৫ইং। নিখোঁজের সময় মেয়েটি পরনে ছিল সবজু কালারের স্কুলড্রেস ও স্কাফ এবং সাদা পায়জামা। মেয়েটি গায়ের রং ফর্সা এবং উচ্চতা অনুমান ৫ফুট ৩ইঞ্চি। মেয়েটিকে কোন সহৃদয়বান ব্যক্তি খোঁজে পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। যোগাযোগ মোবাইল ০১৭১২-৯০৯০৬৩, ০১৩০২৯৬০০৯১।