ওসমানীনগরে মহাসড়কে গাড়ি ডাকাতি ৬ ডাকাত গ্রেফতার -মালামাল উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৭:২৪ অপরাহ্ণওসমানীনগরে মহাসড়কে এসএ পরিবহণ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের গাড়ি ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় ১০ লক্ষ ৪৭ হাজার ৪শ ৯০ টাকার মালামাল লুঠ হয় বলে অভিযোগ উল্লেখ করা হয়।
গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়ার নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এসআই আশীষ চন্দ্র তালুকদার ও এসআই বিষ্ণুপদ রায় রাত থেকে দ্রুত অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও লুণ্ঠিত ৭লক্ষ ১৯হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধারসহ ৬জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,ওসমানীনগর উপজেলার রবিদাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ শানুর শাহ (২৯), মাটিহানি গ্রামের ওয়ারিছ আলীর ছেলে রলেক মিয়া (৪০), আব্দুস সোবহানের ছেলে দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়েরা গ্রামের আশিক উল্লার ছেলে আঃ মজিদ (২৪), ফতেপুর গুপ্তপাড়া গ্রামের ইরন আলীর ছেলে মোঃ সুফিয়ান আহমেদ (২৬) ও মোগলাবাজা থানার চর মোহাম্মদপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে সাইদুর রহমান সাদী (২১)। সাদী বর্তমানে ওসমানীনগর উপজেলার সুরতপুর জনৈক আব্দুল মিয়ার বাড়ীতে থাকতো। এ ঘটনায় এসএ পরিবহণ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার মোঃ ফারাদুল ইসলাম বাদী হয়ে রবিবার ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮।
জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে এসএ পরিবহণ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-৩৮০৩) সিলেট নাইওরপুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে রাত ১২টার ২০মিনিটের সময় সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় পৌছালে দুইটি মোটর সাইকেল ও একটি পিকআপ নিয়ে দশজন ডাকাত এসএ পরিবহণের গাড়ীটি বেরিকেড দিয়ে থামায়। এসময় ডাকাতরা কাভার্ড ভ্যানে থাকা তিন সহকারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়ীতে উঠায় এবং কাভার্ড ভ্যানের ড্রাইভারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা তাজপুর মঙ্গলচন্ডী রোডের প্রায় এক কিলোমিটার ভিতরে রাস্তার পাশে নিয়ে থামায়। এসময় প্রায় ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল ড্রাইভারের মাথায় পিস্তল ধরে চাবি নিয়ে ভ্যানের দরজা খোলে গাড়িতে থাকা কিছু মালামাল রেখে দশ লক্ষ সাতচল্লিশ হাজার চারশত নব্বই টাকার মালামাল লুঠ করে তাদের ব্যবহৃত পিকআপ গাড়িতে নিয়ে যায়। এবং ডাকাত দলের ৪জন সদস্য এসএ পরিবহণের কাভার্ড ভ্যানটিতে ড্রাইভারসহ আরো তিন সহকারীকে উঠাইয়া শেরপুর টোলপ্লাজার সামনে পৌছে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে বিষয়টি ওসমানীনগর থানাকে জানালে পুলিশে রাত থেকেই অভিযানে নামে এবং সম্ভাব্য এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে এবং লুষ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা অভিযান চালিয়ে জড়িত ডাকাতদের মালামালসহ গ্রেফতার করেছি। অন্যান্য জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।