ক্যান্সার রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসায় সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব-ডাঃ দোদুল মন্ডল

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ণভারতের রাজধানী নয়াদিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ দোদুল মন্ডল বলেছেন, ক্যান্সার রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসায় সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। ক্যান্সার একটি মারণব্যাধি, এখন পর্যন্ত এ রোগের কোনো শতভাগ চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা গেলে এবং চিকিৎসা গ্রহণ করলে সেটি সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যারা নয়াদিল্লি সাকেত ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিতে যান তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। এই হাসপাতালের চিকিৎসা সেবা উন্নতমানের। সিলেটের বেশ কিছু নামি মেডিক্যাল ট্যুরিজম কোম্পানি যেমন সিলেট মেডিকেয়ার সিলেটের রোগীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে তাদের জন্য সেবা প্রদান করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সহজে রোগীরা ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন।
তিনি আরো বলেন, যারা মাদকসেবন করছেন তারা বিশেষ করে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে ধূমপান, মদপান, তামাক সেবন করলে বিভিন্ন ধরনের ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। তাই এসব সেবন করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে এবং ক্যানসারের বিষয়ে সচেতন হতে হবে। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব।
বুধবার (২৭ আগস্ট) রাতে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল ও সিলেট মেডিকেয়ার এর যৌথ উদ্যোগে সিলেটের ক্যান্সার ডাক্তার ও রোগীদের নিয়ে এক সেমিনারে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার রেদা মঈন রেজার পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন ম্যাক্স হেলথকেয়ার বাংলাদেশের কান্ট্রি হেড মিঃ সুশোভন পান্ডা, পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম কামাল উদ্দিন, নর্থ ইষ্ট ক্যান্সার হসপিটালের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্ট এসিস্টেন্ট প্রফেসর ডাঃ রুহুল আমিন ভুইয়া, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট প্যাথলজিস্ট ডাঃ জাকির হোসেন তাপ্পু, অনকোলজি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার (ইমু) এবং মেডিকেল অনকোলজিস্ট ডাঃ এজাজ উদ্দিন, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এসোসিয়েট প্রফসর ডাঃ মুঈজ উদ্দিন আহমেদ চৌধুরী লিজু, ওয়েসিস হাসপাতালের ফুড এন্ড নিউট্রেশন স্পেশিয়ালিস্ট ডাঃ তাপস দেব রাহুল, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ উর্মি আচার্যী, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ মেডিসিন ডাঃ জুয়েল রায়, সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক, খালেদ শাহরিয়ার মুমিত, কে সি ট্যুরের স্বত্বাধিকারী দেবব্রত পাল প্রমুখ।