ভিপি নুরের ওপর হামলা, প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৫:১৩ অপরাহ্ণরাজধানীর ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসীঅধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী জামান সিদ্দিকীর আহবানে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার তাজপুর সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর কদমতলা শেরাটন পার্টি সেন্টার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজপুর বাজার বনফুল এন্ড কোং এর সামনে একটি সংক্ষিপ্ত পথসভা করে।
পথসভায় ওসমানীনগর উপজেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক ডাক্তার আজমল আলী আতিকের সভাপতিত্বে, সদস্য সচিব মাহিদুল ইসলাম চৌধুরী রাজুর পরিচালনায়, বক্তারা বলেন, ভিপি নুর দেশের তরুণ সমাজের আশা-ভরসার নাম। তার ওপর বর্বরোচিত হামলা শুধুমাত্র একজন রাজনীতিকের উপর নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও দেশপ্রেমিক তরুণদের কণ্ঠরোধের এক হীন চেষ্টা। তারা আরও বলেন, এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের মদদদাতা হিসেবে পরিচিত জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অপকর্ম যদি চলতে থাকে, তাহলে দেশের প্রতিটি প্রান্ত থেকে জনগণ রাস্তায় নেমে আসবে। ভিপি নুরের মতো সাহসী কণ্ঠগুলো দমন করে যারা ক্ষমতায় থাকতে চায়, তাদের দিন শেষ হয়ে আসছে। বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষায় এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সনিয়র যুগ্ম আহবায়ক এম এইচ মুহিবুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিনহাজ রহমান, এমদাদ আহমদ ইজাজ, যুগ্ম সদস্য সচিব আমিন উদ্দিন, গণঅধিকার পরিষদ নেতা সুরত আলী, আঙুর মিয়া, জবলু মিয়া, জাহাঙ্গীর খাঁন, রাসেল আহমদ।
সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তোফায়েল আহমদ,সহ সভাপতি ও ওসমানীনগর যুবঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা সিদ্দিকী, উপজেলা যুবঅধিকার পরিষদের নেতা, শুক্কুর আলী, হোসাইন আহমদ, ফয়েজ আহমদ, হাবিবুর রহমান, রাজু মিয়া, ফাহিম আহমদ, জসিম আহমদ, মারজান আহমদ খোকন, আয়াছ আহমদ, ছালিম মিয়া, কুদ্দুস আলী, শিপু মিয়া মালেকশাই, রাহেদ আহমদ।
সিলেট জেলা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিছবাহুল হক মোহন, ওসমানী নগর উপজেলা ছাত্রঅধিকার পরিষদের নেতা বাবুল মামুন, সালেহ খাঁন, ফারহান আহমদ, শেখ ছইফুল, জুম্মান আহমদ, মুরাদ আহমদ, জুবেল আহমদ, রোমন আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইব্রাহিম আহমদসহ গণঅধিকার,যুবঅধিকার,এবং ছাত্রঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।