প্রতিষ্ঠাকালীন সভাপতিত্রয়ের স্মরণে সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৫:০৭ অপরাহ্ণবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতিএয় প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম, ড. বোধিপাল মাহাথের ও মি. টি. রোজারিও’র স্মরণসভা অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকেলে নগরীর মিরাবাজার শ্রী শ্রী বঁলরাম জীউ মন্দিরে অনুষ্টিত এ স্মরণসভায় ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়ল পুরকায়স্থ। ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব ও জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেষ পাল এর যৌথ পরিচালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সিলেট মহানগর ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, ডিকন নিঝুম সাংমা, ফিলিপ বিশ্বাস, পলাশ বডুয়া, বীর মুক্তিযোদ্ধা বিধান দাস, এড. রঞ্জন ঘোষ, জি ডি রুমু, এড. অরবিন্দ দাসগুপ্ত, বিরেষ দেবনাথ, শ্যামল কপালী, অরুণ কুমার বিশ্বাস, সুমন্ত গুপ্ত, সঞ্চয় পাল, রাজ কুমার পাল, অপন দাস, মিথিল পান্থ পাল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে এবং কর্মের কারণেই যুগে যুগে ব্যক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়। মেজর জেনারেল অব সি আর দত্ত এক জন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি ৪নম্বর সেক্টর সেক্টর কমান্ডার হিসেবে যোদ্ধ পরিচালনা করেছিলেন। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। মুক্তি যোদ্ধে বীরত্ব পূর্ণ অবদানের জন্য ১৯৭৩সালে বীর উত্তম খেতাবে ভূষিত হন।তার নামে রাজধানীর কাটাবন থেকে কাওয়ান বাজার সিগনাল পর্যন্ত সড়ক টি নাম করণ করা হয়। ড. বোধিপাল মাহাথের ও মি. টি. রোজারিও ছিলেন তেমনই কর্মবীর। তারা আজীবন অসাম্প্রদায়িক ও সবার জন্য নিরাপদ বাংলাদেশের জন্য সংগ্রাম করে গেছেন । তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের জীবনী ও অবদান যুগে যুগে দেশপ্রেমের অনুপ্রেরণা জোগাবে।