শান্তিগঞ্জ জমিয়তের ঐক্যবদ্ধ সিদ্ধান্তঃ

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
শান্তিগঞ্জ জমিয়তের আজকের এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। তন্মধ্যে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয়া হয় এবং এরই লক্ষ্যে দ্রুত সময়ে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সকল ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে জরুরি মতবিনিময় সভার আয়োজন করার সিদ্ধান্ত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান। জমিয়ত আমাকে আপনাদের খেদমতের জন্য মনোনীত করেছে। আমি আপনাদের খেদমত করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আপনারা যেখানে যেভাবে আমাকে কাজে লাগাতে চান আমাকে হুকুম করেন ইনশাআল্লাহ আমি হাম্মাদ গাজিনগরী প্রস্তুত।
তিনি আরও বলেন, মুরব্বিদের দুয়া আর নির্দেশনাই আমার সম্বল। এই এলাকা চাষ করে গেছেন শায়খে গাজিনগরী ও শায়খে কাতিয়া। এখন ফসল তোলার সময়। এই ফসল তোলার কাজে আমি আপনাদের নিয়ে খামলা খাটতে চাই।
মাওলানা হাম্মাদ গাজিনগরী প্রতিদিনই বিভিন্ন এলাকায় খেজুর গাছের গণসংযোগ ও প্রচারণায় চষে বেড়াচ্ছেন। প্রতিনিয়তই জনগণের অভূতপূর্ব ভালবাসা ও উচ্ছ্বাসে আবেগাপ্লুত হচ্ছেন। এবং তিনি ও জমিয়তের সর্বস্তরের নেতা-কর্মীরা আশান্বিত হচ্ছেন যে, ইনশাআল্লাহ সুনামগঞ্জ ৩ আসনে খেজুর গাছের বিজয় হবে।
আজকের এই বৈঠকে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের বিভিন্ন ইউনিটের বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলেন ও বক্তব্য। সবাই সুনামগঞ্জ ৩ আসনে আগামীর এই নির্বাচনী পথকে সুগম করতে কাজে ঝাপিয়ে পড়ার নির্দেশনা ব্যক্ত করেন।