শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান-খন্দকার মুক্তাদির

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা ব্যক্তি ও মহান রাষ্ট্রনায়ক। জিয়া বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। জাতীয় ইতিহাসের এক ক্রান্তিলগ্নে একজন পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব। তিনি শতধা বিভক্ত জাতিকে বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। জিয়া দেশপ্রেমে উজ্জ্বল এক অনুভূতির নাম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ছিল জিয়ার বিশ্বাস ও ধ্যান। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শুধু রাজনীতি, প্রশাসন, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির তার কৃতিত্বের স্বাক্ষর রাখেননি, স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন ও অগ্রগতিতেও তার বলিষ্ঠ ভূমিকা ও অবদান রেখে গেছেন। জিয়া থাকবেন দেশপ্রেমিক বিবেকবান প্রতিটি মানুষের অন্তরে এক জীবন্ত প্রত্যয় হিসেবে।
তিনি দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে। এসময় তিনি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিসংবাদিত আপসহীন নেতৃত্ব ও বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার ত্যাগ ও ভূমিকা তুলে ধরেন।
তিনি আরও বলেন. জনগণের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছানোর নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে বিএনপি। সেই সঙ্গে আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। যা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি। যেভাবে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ঠিক সেভাবেই নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপিকে নেতৃত্ব দেবেন শহীদ জিয়ার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক বাংলাদেশের রুপকার,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেড ফোর্সের অধিনায়ক ও সেক্টর কামান্ডার বীর মুক্তিযুদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি যুক্তরাজ্যের উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) লন্ডনের রিজেন্টস লেক ব্যাঙ্কুয়েটিং ভেন্যুতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খানের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, খসরুজ্জামান খসরু, আব্দুল মুকিদ আশিকুর রহমান আশিক, মুজিবুর রহমান মুজিব, নাসির আহমদ শাহিন, আফজাল হোসেন।