নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণের দেশীও মদ সহ ৩ জন গ্রেফতার

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণদেশের পরিস্থিতি ও মাদকের ভয়াল ছুবল থেকে যুব সমাজকে রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনী’র বানিয়াচং ক্যাম্পের মেজর কাজী ফয়ছল আহমদ এর নেতৃত্তে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ৪নং দীঘলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কামারগাও সাইনবোর্ড মুর্চি বাড়ি গ্রামে অভিযান চালিয়ে দেশী মদ ব্যাবসায়ী গাছা রবিদাস (৪২) সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। ২ জন আসামি পালিয়ে যাই। যা এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ ছিল।
তাদের ঘর বাড়ি তল্লাশি করে পাওয়া যায় দেশী ২২ লিটার মদ, দেশী মদের ওয়াস ৩৬০ লিটার ও মদের মেডিসিন ৬ কেজি।
আটকৃত ব্যক্তিতা হলো, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামের নুনুয়া রবিদাশের পুত্র গাছা রবিদাশ (৪২), আবু রবিদাশ এর পুত্র লাল রবিদাশ (৩২) ও আবোয়া রবিদাশ এর পুত্র যোগেশ রবিদাশ (২৫)।
উক্ত গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় ডিউটি আফিসার এস,আই, অনিক পাল ও এসআই সুমন মিয়ার কাছে হস্তান্তর করা হয়।