পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির গ্রাহকরা যেন হয়রানির শিকার না হয়-সৈয়দ মোতাহার হোসেন

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ণপপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির উর্ধ্বতন উপ-পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হয় সেদিকে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করে তিনি বলেন, একজন বীমা গ্রাহক তার পরিবারে কথা ও তার জীবনের চিন্তা করে একটা বীমা করেন এবং সেই বীমার মেয়াদ শেষ হলে যথাসময়ে তাদের দাবির গ্রাহকদের হাতে যথাসময়ে দিতে হবে।
তিনি বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের মধ্যে প্রায় ১ কোটি টাকার চেক হস্থান্তরকালে তিনি আরোও বলেন, মৃত্যু দাবীর টাকা, মোহরনা এবং হজ্ব বীমার টাকা পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানি যথাসময়ে গ্রাহকদের মাঝে পৌঁছে দেয়। বাংলাদেশের একমাত্র পুরস্কার প্রাপ্ত বীমা কোম্পানি পপুলার লাইফ ইনসুরেন্স। এই কোম্পানি সুনাম ধরে রাখতে সবাইকে সৎভাবে কাজ করার আহবান জানান। চেক বিতরণ সভায় কোম্পানীর এমডি এবং বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আলী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের জনগণের সেবা করতেই পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানী কাজ করে যাচ্ছে। কোম্পানীর কর্মীদের দক্ষতাই আমাদের মূল শক্তি।
গত শনিবার নগরীর জিন্দাবাজার এলিগ্যান্ট শপিং মলস্থ পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির নিজস্ব কার্যালয়ে পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির বীমার চেক হস্তান্তর ও ব্যবসার পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একক বীমা ও আল বারাকাহ ইসলামী বীমা সার্ভিস সেল উন্নয়ন সিলেট বিভাগীয় প্রধান শরীফ সালেকিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির জনপ্রিয় বীমা পকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল-বারাকাহ ইসলামী বীমা পকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, ইসলামী বীমা তাকাফুল পকল্পের নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির সিলেট অফিসের এজিএম কুতুব উদ্দিন। বীমার চেক হস্তান্তর ও ব্যবসার পর্যালোচনা সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।