এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৯ম বর্ষে পদার্পণ উদযাপন

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণবর্ণাঢ্য আয়োজনে নবম বর্ষে পদার্পণ করলো সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে কলেজে এক র্যালি অনুষ্ঠিত হয়।
পরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম, শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সততা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে থাকেন। ভয়ভীতির ঊর্ধ্বে থেকেই তারা বস্তুনিষ্ট ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করে থাকেন। যা আমাদের সমাজের কল্যাণ বয়ে আনে। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বিগত ৮ বছর থেকে কলেজের উন্নতি, অগ্রগতি ও অসংগতি তুলে ধরছে। তারা এসব তুলে ধরছে বলেই এমসি কলেজের সুনাম আরো বিশ্বব্যাপী ফুঁটে উঠছে। এমসি কলেজ থেকে পড়ালেখা করে, সাংবাদিকতা করে আজ অনেকে জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন। রিপোর্টার্স ইউনিটির এ যাত্রা অব্যাহত থাকুক।
অনুষ্ঠানের শুরুতে রিপোর্টার্স ইউনিটির সহযোগী সদস্য সাহেদ মিয়ার কোরআনে তিলাওয়াতের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান, রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. আলী হোসেন।
অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে ৯ম বর্ষে পদার্পণ পালন করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এমসি কলেজকে দেশ-বিদেশে তুলে ধরতে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে রিপোর্টার্স ইউনিটি।