জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে- খন্দকার মুক্তাদির

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ণবিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির প্রত্যেক নেতাকর্মীর কাজ হচ্ছে পাড়া-মহল্লা বিএনপি ও ধানের শীষের বার্তা পৌছে দেওয়া। বিএনপির ৩১ দফার পাশাপাশি বিগত দিনগুলোতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের যে সকল উন্নয়ন হয়েছে তা উপস্থাপন করা।
তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে বিএনপির নেতাকর্মীদের। মানুষের কাছে পৌছে দিতে হবে বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।
তিনি শুক্রবার (৩ অক্টোবর) ১০নং ওয়ার্ডের কানিশাইল, শামীমাবাদ ও মজুমদারপাড়া আঞ্চলিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।
আরও বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন নিয়ামত এলাহি, কবির আহমদ, আলী আমজদ, জুবের আহমদ আমীরি, জালাল উদ্দিন শামীম, জয়নুল হক, সেলিম আহমদ মাহুমদ, আব্দুল ওয়াহিদ, খলিলুর রহমান, এস এম ফাহিম, এম এ রহিম, আনসার উদ্দিন, মকসুদুল করিম ইমন, নাজমুল হোসেন মজনু, কুতুব উদ্দিন, আব্দুল করিম, মুরাদ আহমদ, ইউসুফ মিয়া মিলন, নাসির উদ্দিন রব, আবুল কালাম আজাদ প্রমুখ।