ইসলামীক স্টুডেন্ট ফোরামের উদ্যোগে বিশ্বনাথে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ইসলামিক স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ও নিউ লাইফ চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় জি আর কি এর অর্থায়নে মরহুমা সাফিয়া বেগম ফাউন্ডেশনের যৌথ সঞ্চালনায় নতুন হাবড়া বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার ৫ শতাধিক অসহায় দরিদ্র চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা চশা ও ড্রপ প্রদান হয়।শনিবার (০৮ নভেম্বর) দিন ব্যাপী এই ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে অংশ নেওয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া এবং অনেক ৭৫জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। পরবর্তীতে তাদেরকে নিউ লাইফ চক্ষু হসপিটালের অধীনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট কমিউনিটির নেতৃবৃন্দ।
ইসলামিক স্টুডেন্ট ফোরাম বিশ্বনাথের উদ্যোগে আয়োজিত এই ফ্রি চক্ষু সেবা ক্যাম্প এলাকার অসহায় মানুষদের জন্য একটি বড় সুযোগ ছিল। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে সমাজসেবায় অনুপ্রাণিত করে।
ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। এই মানবিক উদ্যোগের সার্বিক সহযোগিতা ও তদারকিতে ছিলেন সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী নতুন হাবড়া বাজার মাদ্রাসার সাবেক এসিস্ট্যান্ট সুপার মাওলানা মুহাম্মদ দিলোয়ার হোসাইন সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ সকল নেতৃবৃন্দ।
সংগঠনের সহ-সভাপতি সাফিয়া বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোঃ নাজমুল হকের সাপোর্ট ও সংগঠনের দায়ীত্বশীল নেতৃবৃন্দ।
এছাড়াও সংগঠনের সকল দায়ীত্বশীল ও সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে চক্ষু সেবা দেয়া সম্ভব হয়েছে।
এই ক্যাম্পের মাধ্যমে এলাকার অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং ঔষধ সরবরাহ করা হয়। সংগঠনের এই উদ্যোগ এলাকার মানুষদের জন্য একটি বড় আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়েছে।
এই ক্যাম্পের মাধ্যমে এলাকার অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং ঔষধ সরবরাহ করা হয়। সংগঠনের এই উদ্যোগ এলাকার মানুষদের জন্য একটি বড় আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়েছে।
উল্লেখ, ইসমিক স্টুডেন্ট ফোরম বিশ্বনাথ ১৭ জুলাই ২০২০ ইং তারিখে আত্মপ্রকাশ করে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা মোঃ দিলোয়ার হোসেন। ১০ অক্টোবর ২০২৫ কমিটি পূর্ণ গঠন করা হয়। নব গঠিত কমিটির সভাপতি হচ্ছেন মাওলানা দিলোয়ার হোসেন ও কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, করোনার সময় বিভিন্নভাবে সহযোগিতা, বন্যার সময় ত্রাণ সামগ্রী বিতরণ, ছাত্র শিক্ষককে সহযোগিতায় অসহায় ও বিপদস্থ মানুষকে সাহায্য, বিবাহ প্রদান ,ঘরবাড়ী নির্মাণসহ নানাবিধ সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতে আরও পরিষরে সাহায্য সহযোগিতা করার জন্য পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
দেশ ও প্রবাসীদের পরামর্শ সহযোগিতা থাকলে ইসলামিক স্টুডেন্ট ফোরাম একটি মানবিক এবং সামাজিকভাবে মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।
দেশ ও প্রবাসীদের পরামর্শ সহযোগিতা থাকলে ইসলামিক স্টুডেন্ট ফোরাম একটি মানবিক এবং সামাজিকভাবে মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।
এসময় উপস্থিত ছিলেন, জি আর টি গ্লোবাল রিলিপ ট্রাস্টের পরিচালক খালেদ আহমদ, ক্যাম্প পরিচালক সৈয়দ রেদওয়ান আহমদ, ও ইসলামিক স্টুডেন্টস ফোরামের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।




