সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড কৃষকদলের পরিচিতি সভা অনুষ্টিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ণ
জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরে ৩৬নং ওয়ার্ড এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ১১ই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বালুচর জোনাকি এলাকায় অনুষ্ঠিত হয় ।
৩৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ শাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল।বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষক দলের সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলার সহ-সভাপতি এডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী,মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদ আহমেদ,দপ্তর সম্পাদক শেখ মোঃ লুৎফুর রহমান,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাদ্দিস আহমেদ,৩৬ নং ওয়ার্ড কৃষক দলের সহ-সভাপতি আরব আলী,আনোয়ার হোসেন,জাহাঙ্গীর আলম, খোকন মিয়া, মোহাম্মদ আলী ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হেলু আহমেদ,সাংবাদিক আব্দুস শুকুর,জালাল আহমেদ,রুহুল আমিন খান,হোসনা বেগম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান।
উল্লেখ্য ৩৬নং ওয়ার্ড কৃষক দলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ূন কবির শাহীন স্বাক্ষরিত অনুমোদন দেয়া হয় গত ১ নভেম্বর এর ধারাবাহিকতায় আজ নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়।




