হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নিন্দা ও প্রতিবাদ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
সিলেট মহানগরের জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় অবৈধ দখলদার জিতেন নাথের স্ত্রী স্মৃতি রানী নাথ কর্তৃক মিথ্যা বানোয়াট অভিযোগে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সম্প্রতি বাংলাদেশ ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিলেট সুনামগঞ্জ ব্রাহ্মনবাড়ির ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, জেলা শাখার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেষ পাল, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পুজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, আখড়া পরিচালনা কমিটির সভাপতি শিব্রবত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক জি ডি রুম, ঐক্য ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ঐক্য ফ্রন্ট মহানগর শাখার সদস্য সচিব রাজিব কুমার দে রাজু, পুজা উদযাপন পরিষদ শাহপরান থানা কমিটির সভাপতি বীরেষ দেবনাথ, মোগলা বাজার ঐক্য পরিষদ থানা কমিটির সভাপতি রাজ কুমার পাল রাজু, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য আখড়ার সেবাইত, এডভোকেট বিভাবসু গোষ্মামী বাপ্পা আখড়ায় বসবাসরত ভাড়াটিয়াদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগে মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষ সহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা এই মিথ্যা বানোয়াট অভিযোগের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।




