বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট মহানগর মহিলা দলের দোয়া মাহফিল
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব মহানগরের হাওয়াড়াস্থ দিশারী ৪৩ নম্বর বাসায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আছমা আলম, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাফিয়া খানম মনি, ২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক পারভিন খান, ২২নং সভাপতি মোছাঃ রওশনারা সিদ্দিক (নূপুর), সাধারণ সম্পাদক মোছাঃ শামছুন্নাহার সুমা, ৩নং ওয়ার্ড সভাপতি রুবেনা আক্তার রুমী, সাধারণ সম্পাদক ময়মুন নেছা, ৪নং ওয়ার্ড সভাপতি আফসা বেগম, সাধারণ সম্পাদক পারুল আক্তার, সাংগঠনিক সম্পাদক সারা বেগম (ঝর্ণা), ১১নং ওয়ার্ড সভাপতি খালেদা আক্তার, সাধারণ সম্পাদক কাজী জামাল রিতা, ২০নং ওয়ার্ড সহ সভাপতি শারমিন আক্তার, ১২নং ওয়ার্ড আহ্বায়ক সাজেদা বেগম, ৫নং ওয়ার্ড আহ্বায়ক নাজমা বেগম, ৩নং ওয়ার্ডের প্রচার সম্পাদক জেবা বেগম, ৫নং ওয়ার্ড সদস্য হোসনা বেগম প্রমুখ।




