ওসমানীনগরে নানান আয়োজনে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগরে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, খামার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫’। গতকাল বুধবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সভায় বক্তারা খামার উন্নয়ন, নিরাপদ মাংস উৎপাদন, রোগ প্রতিরোধ, দুধ-ডিম-মাংস উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহ দেওয়া, রোগ প্রতিরোধ সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক খামার গড়ে তোলা—এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
দিনব্যাপী আয়োজিত এ প্রাণীসম্পদ মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রদর্শনীতে শাহীওয়াল, দেশি-ফ্রিজিয়ানসহ উন্নত জাতের গবাদিপশু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও দুগ্ধজাত পণ্য দর্শনার্থীদের নজর কাড়ে। অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে বাছাই করা হয় সেরা প্রদর্শক ও সেরা পশুর মালিকদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাউছার, সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেলসহ স্থানীয় খামারি, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের উন্নত জাতের পশু-পাখি ও পণ্য উপস্থাপন করেন, যা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরে মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।।




