খালেদা জিয়ার আশু রোগমুক্তি কমানায় নাছিম হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ১:২২ পূর্বাহ্ণ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কমানায় দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১লা ডিসেম্বর) বাদ যোহর নগরীর কাজীটুলা মক্তবগলি মারকাযু শায়খিল ইসলাম আল আমিন মাদরাসা ও এতিমখানায় সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি নাছিম হোসেনের উদ্যোগে এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি নাছিম হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি জিয়াউল জিয়া, রহিম মল্লিক, মুর্শেদ আহমদ মকুল, মনজুরুল হাসান মঞ্জু, কৃষকদল মহানগরের সভাপতি হুমায়ুন কবির শাহীন, খছরুজ্জামান খছরু, শেখ কবির, লুৎফুর রহমান মোহন, শাহপরান থানার সদস্য সচিব খুর্শেদ আহমদ, সৈয়দ রহিম, ফয়েজ আহমদ মুরাদ, আলী রাজ, জেলা যুবদলের সহ সভাপতি কবির আহমদ, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান শিমুল, আলী হায়দার মঞ্জু, রুবেল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অসীম ত্যাগ স্বীকার করে বলেন, আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ চাইলে তিনি অবশ্যই আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসবেন।
বক্তারা আরও বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। নেত্রী অসুস্থ থাকায় দেশের কোটি মানুষের হৃদয়ে ব্যথা তৈরি হয়েছে। তার সুস্থতা কামনায় সারাদেশেই দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।




