দেশের এই দুর্যোগময় মুহূর্তে বেগম জিয়ার সুস্থ হওয়া খুবই প্রয়োজন-হুমায়ূন কবির শাহীন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ২:০৪ পূর্বাহ্ণ
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি ও ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, আপোসহীন নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সারাটাজীবন কাজ করেছেন। যতবার গণতন্ত্র হরণ করা হয়েছে, ততবার তিনি আন্দোলন করেছেন। মানুষের পাশে থেকেছেন। বাংলার গণমানুষের মুক্তির জন্য জেল-জুলুমের শিকার হয়েছেন। স্বৈরাচার সরকার তাকে নির্মম নির্যাতন করেছে। স্লো পয়জনিং দিয়ে আমাদের নেত্রীকে মারার ষড়যন্ত্র করা হয়েছে; কিন্তু মহান আল্লাহ আমাদের নেত্রীকে মানুষের খেদমত করার জন্য বাঁচিয়ে রেখেছেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারা দেশের সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করছেন। দেশের এই দুর্যোগময় মুহূর্তে বেগম জিয়ার সুস্থ হওয়া খুবই প্রয়োজন। দেশের ১৮ কোটি মানুষ তার অপেক্ষায় আছেন।
তিনি সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কুয়ারপাড়ে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ১২ নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১২ নম্বর ওয়ার্ড কৃষক দল নেতা শামীম আহমদের সভাপতিত্বে এবং মহানগর কৃষকদলের সদস্য ও ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন জকন এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সিলেট মহানগর কৃষকদলের সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ১ম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক শেখ মো. লুৎফুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমদ, ৩৬ নং ওয়ার্ড কৃষক দল নেতা মখলিসুর রহমান, ফলিক হোসেন।
সম্মেলনে শামীম আহমদকে সভাপতি, মোহাম্মদ আসাদ মিয়াকে সাধারণ সম্পাদক এবং বাবু আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর ১২ নম্বর ওয়ার্ড কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সম্মেলনের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



