নির্বাচনের আগেইগণভোটদিতে হবে”-মাওলানা তাজুল ইসলাম হাসান
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে জুলাই সনদের বাস্তবায়ন অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট দিতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবেনা।”
নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে আগামী ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার প্রচার মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আজ ৩ ডিসেম্বর বুধবার বাদ আসর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলার পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি মুহিবুর রহমান রায়হান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা আগামী ৬ ডিসেম্বর ৮দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করে তুলার জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানান।



