গণমাধ্যম আক্রান্তের ঘটনায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নিন্দা
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আগ্নিসংযোগ এবং প্রথম আলো সিলেট কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। গণমাধ্যম আক্রান্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব এর সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম।
এক বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নাশকতার ঘটনা ঘটে। এরপর সিলেটেও প্রথম আলোর ব্যুরো অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অথচ বলা হয়ে থাকে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই হিসেবে অন্তর্বর্তী সরকারকেই সাংবাদিক ও সংবাদপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ক্লাব নেতৃবৃন্দরা।




