বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেতা: ফয়সল চৌধুরী
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার ইউনিয়নের তিলপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। শোকসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাটিজুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ।
শোকসভায় বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের আপামর মানুষের ঘনিষ্ঠজন। মা, মাটি, মানুষের সাথে ছিল তার আত্মীক সম্পর্ক। তাঁর কাছে সবার আগে ছিল দেশ। এ দেশ ও মানুষের উন্নতিই ছিল তাঁর চিন্তা, ধ্যান। নিজের কর্মগুণে তিনি হয়ে ওঠেছিলেন উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় এক অবিসংবাদিত নেতা।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি অভিভাবক হারিয়েছে। এই ক্ষতি কিছুতেই পূরণ হওয়ার নয়। আমাদেরকে বেগম জিয়ার চিন্তাকে ধারণ করতে হবে, দেশের উন্নয়নে তাঁর ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি আমাদের হৃদয়ে ভাস্বর হয়ে থাকবেন।’ দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়।
একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করে মোনাজাত করা হয়।
তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ওবায়দুল হকের পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন, সিনিয়র সহসভাপতি কামাল আহমদ, জেলা তাতী দলের সদস্য আব্দুল খালিক, হোসেন আহমেদ মেম্বার, বলাই মেম্বার, বিলাল আহমদ মেম্বার, আমিনুল ইসলাম, যুবদল নেতা আব্দুস শুক্কুর, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ। এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




