সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুযারি) সন্ধ্যায় সিলেট নগরের মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী।
এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. মুখলেছুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান।
সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ৩৬৮ টি ভোটের মধ্যে ৩২৯টি ভোট কাস্ট হয়। ১৮টি পদে মোট ২৭ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে ৪ জন প্রার্থী।
নির্বাচনে সভাপতি পদে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমর বিজয় সী শেখর এডভোকেট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট পেয়েছেন ১৪৪ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী খোকন। সাধারণ সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট পেয়েছেন ১০৬ ভোট এবং সুব্রত কুমার রায় পেয়েছেন ৬৭ ভোট। যুগ্ম সম্পাদক-০১ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোঃ খায়রুল আলম। যুগ্ম সম্পাদক-০২ পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সায়েম খাঁন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মওদুদ আহমদ পেয়েছেন ১৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈকত দাস পেয়েছেন ১৪৮ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবজল মিয়া তালুকদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.বি.এম সারওয়ার হোসেন পেয়েছেন ১১৬ ভোট। পাঠাগার সম্পাদক পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসাঃ ইসরাত জাহান নিপা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল্লাহ আল মাহবুব পেয়েছেন ১২৮ ভোট। সহকারী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আসমা আরা বেগম। নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোঃ ফখরুজ্জামান। কার্যনির্বাহী সদস্য পদে ২৬৫ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হয়েছেন সিরাজুল হুসেন আহমদ, ২৫০ ভোট পেয়ে ২য় হয়েছেন মোঃ সুলেমান হোসেন খান, ২৪৬ ভোট পেয়ে ৩য় হয়েছেন মৃত্যুঞ্জয় ধর ভোলা, ২২৩ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন কাউছার মাহমুদ চৌধুরী, ২২১ ভোট পেয়ে ৫ম হয়েছেন মোঃ রফিকুল হক, ২১৩ ভোট পেয়ে ৬ষ্ঠ হয়েছেন মোঃ হাছনু চৌধুরী, ২০৭ ভোট পেয়ে ৭ম হয়েছেন মোঃ সফিকুল ইসলাম, ১৮৮ ভোট পেয়ে ৮ম হয়েছেন মোঃ আবুল ফজল এডভোকেট।
ভোট চলাকালে পরিদর্শন করেন- কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা, যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম। উপ কর কমিশনার বিধান চন্দ্র দেবনাথ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন এডভোকেট, এ কে এম শমিউল আলম এডভোকেট, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত জুবের, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল প্রমুখ।
সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




