জামেয়া নুরীয়া ভার্থখলা মাদ্রাসার ১০ ও ১১ জানুয়ারি দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামি মহাসম্মেলন সফলে আহ্বান
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জামেয়া নুরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার মজলিসে শুরা ও আসহাবে বদর পরিষদের বার্ষিক অধিবেশন রোববার রাতে জামেয়া হলরুমে অনুষ্ঠিত হয়।
আলহাজ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদের পরিচালনায় অধিবেশনে জামেয়ার বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট এবং আগামী বছরের বাজেট পেশ করেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা শায়খ হাফিজ মজদুদ্দীন আহমদ।
উপস্থিত সদস্যবৃন্দ পেশকৃত রিপোর্ট ও বাজেটের উপর বিস্তারিত পর্যালোচনায় অংশগ্রহণ করেন এবং তা অনুমোদন প্রদান করেন।
সভায় জামেয়ার প্রিন্সিপাল মাওলানা শায়খ হাফিজ মজদুদ্দীন আহমদ আগামী ১০ ও ১১ জানুয়ারি ২০২৬ দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামি মহাসম্মেলন সফলে সবার সহযোগিতা কামনা করেন এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।



