সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
সিলেট-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার (৯ জানুয়ারি) নগরীর দরগাহ গেইটস্থ সুলেমান হলের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল হাছানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান-কে সমন্বয়ক করে ২০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন নির্বাচিত হলে অধিকার বঞ্চিত সিলেটের দাবি আদায়ে সংসদে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উদীচী সিলেটের সভাপতি প্রদীপ দেবরায়, নাট্য পরিচালক রতন দেব, চা-শ্রমিক নেতা সবুজ তাঁতি, রিক্সা শ্রমিক নেতা ইব্রাহিম খলিল, যুব ইউনিয়ন সিলেট জেলা সভাপতি বিদ্যুৎ দাশ বাপন, এস কে শাকিল, সংস্কৃতি কর্মী এম জি কিব্রীয়া, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি মাশরুক জলিল, নাজনীন আখতার লিজা, জুবায়ের আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের মর্মবাণী সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং চব্বিশ এর গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার আলোকে শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাস্তে মার্কায় ভোট দিয়ে কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনকে জয়যুক্ত করার আহ্বান জানান।




