লাহিনের পিতার মৃত্যুতে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র শোক
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
জুলাইযোদ্ধা আখলাকুজ্জামান লাহিনের পিতা, সিলেট জেলা প্রশাসক (ডিসি) অফিসের রেকর্ড রুম শাখার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল ওয়াহাব (আনা মিয়া) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১০ জানুয়ারি) এক শোক বার্তায় জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক লিটন আহমদ এবং সদস্য সচিব নোমান আহমদ সহ নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল ওয়াহাব (আনা মিয়া) একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ সরকারি কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সততা, শৃঙ্খলা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে আজও স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ব্যক্তি জীবনে মরহুম ছিলেন অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও ধর্মপরায়ণ মানুষ। পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের সকল স্তরের মানুষের কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে শুধু একটি পরিবারের নয়, বরং সমাজের একজন আদর্শ মানুষকে হারানোর শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুম আব্দুল ওয়াহাব (আনা মিয়া) কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকাহত পুত্র জুলাইযোদ্ধা আখলাকুজ্জামান লাহিনসহ মরহুমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোকের কঠিন সময়ে তাঁদের ধৈর্য ও শক্তি দান করার জন্য আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।




