বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা তারেক রহমানের এই নেতৃত্ব নির্বাচন বিএনপির গণতান্ত্রিক ধারারই প্রতিফলন। দুঃসময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক দৃঢ়তা সৃষ্টি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তার সুদূরপ্রসারী নেতৃত্ব বিএনপিকে আগামী দিনে আরও শক্তিশালী করবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি নবনির্বাচিত চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আগামী দিনে তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত একটি সুখি, সমৃদ্ধ, স্বনির্ভর ও সমতার বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।




