জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
সিলেট শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) মহাসম্মেলনের দ্বিতীয় দিনে হাফিজ ও মাওলানাদের মধ্যে পাগড়ী প্রদান করেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মহাসম্মেলনে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারব। বক্তারা ধর্মীয় ও সামাজিক জীবনের জন্য ইসলামের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ওপর বিশেষ জোর দেন।
বক্তারা বলেন, ইসলামী শিক্ষা এবং নৈতিক আদর্শ চর্চার মাধ্যমে সমাজকে সন্ত্রাস, দুর্নীতি এবং অশান্তি থেকে মুক্ত করা সম্ভব। ইসলামের মূল শিক্ষা এবং তা ব্যক্তিজীবন ও সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ইসলাম কেবল নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানবজাতির জন্য শান্তি ও কল্যাণ নিশ্চিত করে।
জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ইয়াকুব জাকির, মাওলানা সালিম আহমদ সুলাইমানের উপস্থাপনায় সমাপনী দিনে বয়ান পেশ করেন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি ফয়জুল্লাহ নোমানী, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি ইয়াহইয়া বিন নজরুল প্রমুখ।
দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও ইসলামি চিন্তাবিদদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর সঠিক পথনির্দেশনা, নৈতিকতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সম্মেলনের শেষদিনে দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন, এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।



