শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়
ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগর–বিশ্বনাথ সীমান্তবর্তী জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এই গৌরবজনক অর্জনে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয়টি ১৯৬৯ সালে এলাকার বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব জমির আহমদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মনোরম পরিবেশে অবস্থিত এই বিদ্যালয় বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকায় শিক্ষার বিস্তার, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে বিজ্ঞান ও মানবিক বিভাগে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব বলেন,এই সাফল্য একক ব্যক্তির নয়; এটি শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের বিদ্যালয় জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করবে।
সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক, খেলাধুলা, স্কাউটিং, গার্লস গাইড, বিজ্ঞান মেলা প্রভৃতি আয়োজন করা হয়। বিদ্যালয়ের অনলাইন কার্যক্রমের মাধ্যমে ভর্তি, ফলাফল প্রকাশ এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে।
এদিকে, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী দেব অনন্যা, যা বিদ্যালয় ও এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।



