সিলেট-২ আসনে ‘লাঙ্গল’ প্রতীক পেলেন জাপা প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মাহবুবুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম তাকে এই প্রতীক বরাদ্দ দেন।
তফসিল অনুযায়ী, বুধবার সকাল থেকেই সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেন। সকাল ১১টায় মাহবুবুর রহমান চৌধুরীর হাতে জাতীয় পার্টির দলীয় প্রতীক ‘লাঙ্গল’ তুলে দেওয়া হয়।
প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান চৌধুরী বলেন, সিলেট-২ আসনের মানুষের কল্যাণে এবং লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমি দীর্ঘ দিন ধরে মাঠে কাজ করছি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী লাঙ্গলের পক্ষে রায় দিয়ে এই অঞ্চলের উন্নয়নের ধারাকে বেগবান করবেন।
সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শেখ আসাদুজ্জামান জুবায়ের, বিশ্বনাথ উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক মো: আব্দুর রব, সদস্য সচিব শাহ আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইরাজ আলী, ওসমানীনগর জাতীয় পার্টি নেতা এনাম মিয়া, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মীর খোকন, দৌলতপুর ইউনিয়নের সদস্য সচিব মো: নিজাম উদ্দিন, জাপা নেতা মুহিবুর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো: ইউসুফ সেলু সহ জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক তার সাথে উপস্থিত ছিলেন।




