সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
সিলেট-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন পরিচালনা কমিটির সভা বুধবার (২১ জানুয়ারি) নগরীর রিকাবিবাজারস্থ পার্টি কার্যালয়ে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক খায়রুল হাসানের সভাপতিত্বে ও প্রচার উপপরিষদের আহ্বায়ক দেবব্রত পাল মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট-১ আসনের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্টপার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাসরুর জলীল, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি সবুজ তাতী, রিক্সা ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা ইব্রাহিম খলিল, ছাত্র ইউনিয়ন শাবাপ্রবি শাখার সংগঠক জুবায়ের আহমদ, নাজনীন লিজা প্রমূখ।
এদিকে সকাল ১১টায় এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তিনি নির্বাচনে আচরণবিধি মানার উপর বিশেষ জোর দেন এবং প্রশাসনকে পক্ষপাত মুক্ত হয়ে কাজ করার আহ্বান জানান।
নির্বাচন পরিচালনা কমিটির সভায় আনোয়ার হোসেন সুমন তার বক্তব্যে বলেন আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারনা শুরু হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন আপনারা সকল ভোটারদের সাথে দেখা করে ভোট দানে উৎসাহিত করবেন। সাথে সাথে এটাও বুঝাবেন ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বৈষম্য হীন সমাজ বির্নিমানে কাস্তে মার্কার বিকল্প নেই।অধিকার বঞ্চিত সিলেটের দাবি আদায়ে সংসদে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সিদ্ধান্ত হয় আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সিলেট এক আসনে সিপিবি মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন সুমনের নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ ব্যাপারে আনোয়ার হোসেন সুমন সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন। নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারকার্য পরিচালনার জন্য তিনি পার্টির কর্মীবৃন্দকে অনুরোধ জানান। নির্বাচিত হলে বঞ্চিত সিলেটের উন্নয়নে তিনি সংসদে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।




