কৃষক দলের সিলেট মহানগর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়েক মিয়াকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রদান
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট মহানগর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও লন্ডন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি লায়েক মিয়া লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে পৌঁছার পর বিএনপির, মহানগর কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান নেতৃবৃন্দেরা।
সংবর্ধনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, যুক্তরাজ্য বি এন পির সদ্য সাবেক সহ সভাপতি আব্দুল মুকিত, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর সন্মানিত সাধারণ সম্পাদক আশরাফ গাজী, কার্ডিফ বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ হোসেন’ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



