জৈন্তাপুরে আরিফুল হক চৌধুরীর বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপি গণসংযোগ-সমাবেশ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের একটি বিশাল জনগোষ্ঠী বিদেশে থাকে। বিশেষ করে নতুন প্রজন্মের মেধাবী একটি অংশ ইউরোপ,আমেরিকা বা মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশে বসবাস করছে। তাদেরকে নিজের শেকড় বা দেশের প্রতি আকৃষ্ট করা কেবল আবেগীয় বিষয় নয়, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও একটি বড় সুযোগ।
তিনি বলেন, প্রবাসীদের কেবল “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে না দেখে তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন।
রোববার (২৫ জানুয়ারী-২০২৬) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
এর পূর্বে তিনি গোয়াইনঘাট উপজেলার গুলতি চা-বাগান, জৈন্তাপুর উপজেলার লালাখাল চা-বাগানে শ্রমিকদের সাথে দেখা করেন এবং তাদের দাবি-দাওয়ার কথা শুনেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, নতুন প্রজন্ম বিদেশে বেড়ে ওঠায় তারা ব্যবসায়িক স্বচ্ছতা এবং নিরাপত্তা পছন্দ করে। সিলেট সহ গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জকে যদি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা আইটি পার্কগুলোতে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, তবে তারা বিনিয়োগে আগ্রহী হবে। যা দেশের সার্বিক উন্নয়নে, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিদেশী তরুন প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতে হলে সুন্দর পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।
আরিফুল হক চৌধুরী বিভিন্ন চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন থেকে চা-শ্রমিকরা অবহেলিত-বঞ্চিত। আমি নির্বাচিত হলে চা-শ্রমিকদের জীবন মান উন্নয়নে আপ্রাণ চেষ্টা করব।
পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ বিলাল, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, ৬নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মসব্বির, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, লালাখাল ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ জালাল, লালাখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারিছ উদ্দিন, কৃষকদলের আহবায়ক আব্দুল করিম, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহমল হোসেন, সদস্য ফয়সল আহমদ, জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।



